পরম করনাময় মহান আল্লাহ যিনি সর্বময় ক্ষমতার অধিকারি।শিক্ষার জন্য, শিক্ষিত জাতির জন্য, দেশ ও জাতির কৃষ্টি, সভ্যতা, সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক হিসেবে যুগ যুগ ধরে স্বীকৃত এক সামাজিক প্রতিষ্ঠান হলো বিদ্যালয় । ১৯৬৭ সন হতে জয়ঝাপ উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের কার্যক্রমকে আধুনিকায়ন ও যুগোপযোগী করার লক্ষ্যে বিভিন্ন প্রকল্প হাতে নেই। সেই প্রকল্পেরই একটি অংশ হিসেবে ওয়েব সাইটের সূচনা করি। যার মাধ্যমে আমাদের বিদ্যালয়ের বিভিন্ন তথ্য ও ছবি বিশ্বব্যপী ছড়িয়ে পড়বে এবং বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ঘরে বসেই পরীক্ষার রুটিন, ফলাফল, ভর্তি ফরম পাবে। অভিভাবকরাও ঘরে বসে সন্তানের পরীক্ষার ফলাফল পাবে। বিদ্যালয়টির ফলাফল ক্রমান্বয়ে উন্নতির দিকে ধাবিত হচ্ছে। বিদ্যালয়টির অবকাঠামোর ও উত্তরোত্তর উন্নতি হচ্ছে। একটি বিজ্ঞান মনষ্ক , আদর্শ নাগরিক হিসেবে এই বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী গড়ে উঠুক । যদি কিছু সফলতা আসে, তা হবে আমাদের সকলের । অদূর ভবিষ্যতে বিদ্যালয়টি বাংলাদেশের মধ্যে একটি অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিগণিত হবে বলে আমি আশাবাদ ব্যাক্ত করছি আমিন।
সভাপতি
জয়ঝাপ উচ্চ বিদ্যালয়
সালথা,ফরিদপুর।
Copyright © 2022 All rights Reserved
Powered by: Rapid IT